মোহনপুরে কোনভাবেই কমছেনা মৃত্যুর মিছিল এ পর্যন্ত মৃত্যু ৫
মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

- আপডেট সময় : ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৮৮৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে কোনভাবেই কমছেনা মৃত্যুর মিছিল। একের পর এক সড়ক দুর্ঘটনায় ঝরছে তাজা প্রাণ। নিঃস্ব হাজার পরিবার এনিয়ে উদ্ধিগ্ন সচেতন মহল। স্থানীয় সাংবাদিকরা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন ও সড়কে চলাচল আইন মানতে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ালেও কাজে আসছেনা কোন উদ্যেগই। প্রশ্ন উঠেছে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান,লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে রাজশাহী বিআরটিএ’র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসড়কে দূর্ঘটনারোধে কোন কার্যকরী পদক্ষেপ দেখতে পায়নি সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ। এবার মোটরসাইকেল চালকের বেপরোয়া গতির ধাক্কায় এক কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত কীটনাশক ব্যবসায়ী উপজেলার বাকশিমইল ইউপি’র দুলাল হোসেন (৪৫)। সে উপজেলার খাড়ইল গ্রামের মাওলানা আব্বাদুর রহমান ও মৌগাছি কলেজের প্রিন্সিপাল সামসুজ্জোহা বেলালের ছোট ভাই।
ঘটনাসুত্রে জানাগেছে, গতকাল শুক্রবার ১(নভেম্বর) রাত্রি অনুমান সাড়ে ১০ টার দিকে রাজশাহী -টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার তেঁতুলতলা মোড়ে পাকা রাস্তা ধরে হেটে যাওয়ার সময় এক মৌগাছি বাজারের রহিম নামে এক লেদ ব্যবসায়ীর ছেলে মোটরসাইকেল চালক বেপরোয়া গতিতে ধাক্কা দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
এই উপজেলায় গত ২২ অক্টোবর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক দূর্ঘটনায় এক সেনা সদস্যসহ ৫ জনের মৃত্যু ঘটনা ঘটেছে। সুশীল সমাজের লোকজন বলছেন সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, বিআরটিএ কোন অভিযান পরিচালনা না করায় বাড়ছে মৃত্যুর সংখ্যা।
এবিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান বলেন, কীটনাশক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা রজু হয়েছে। ময়না তদন্ত শেষে রামেক কর্তৃপক্ষ লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। সড়ক দূর্ঘটনারোধে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। দ্রুত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
এবিষয়ে বিআরটিএ, রাজশাহী সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুর রশিদ বলেন,নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মোহনপুর নির্বাহী অফিসার মহোদয়কে দূর্ঘটনা প্রবণ এলাকার স্কুলের শিক্ষার্থীদের মাঝে ভিডিও চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণের জন্য পাঠানো হয়েছে। রাজশাহী জেলার মধ্যে বিভিন্ন জায়গায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ এবং বিআরটিএ সমন্বয়ে অতিদ্রুত অভিযান পরিচালনা করা হবে।
সড়ক দূর্ঘটনায় মৃত্যুরোধে রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, কোন মৃত্যুই আমাদের জন্য কাম্য নয়। জেলা এলাকায় বিভিন্ন ধরণের সমস্যা রয়েছে। সবগুলো সমস্যা একসঙ্গে সমাধান করার সুযোগ নেই। সড়কে চলাচলকারী লাইসেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তায় মোটরসাইকেল চালাতে হলে চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও আরোহীর হেলমেট থাকতে হবে।