মোহনপুরে জাতীয় যুব দিবস উদযাপন

- আপডেট সময় : ০৪:৫৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৫৪১ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারে প্রতিপাদ্য “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।
আলোচনা সভায় মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাঃ সঈদ আলী রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল,
মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তাকিম আলম সেহেল,
মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহিন সাগর, সাংবাদিক আরিফ উদ্দিন রাসেল সরকার, রতন কুমার, রায়হানুল হক রিফাত, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন যুব উন্নয়ন সমিতির সদস্যরা।
এসময় যুবক ও যুবতীদের মাঝে সনদপত্র, যুব ঋনের চেক ক্রেস্ট ও ফলজ গাছের চারা বিতরন করা হয়েছে।