এক সপ্তাহে রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনায় মারা গেছে ৮ জন
কোন মৃত্যুই আমাদের কাম্য নয়-এসপি রাজশাহী

- আপডেট সময় : ০২:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৬২৩ বার পড়া হয়েছে
রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুরে কোনভাবেই কমছেনা মৃত্যুর মিছিল। একের পর এক সড়ক দুর্ঘটনায় ঝরছে তাজা প্রাণ। নিঃস্ব হাজার হাজার পরিবার এনিয়ে উদ্ধিগ্ন সচেতন মহল। স্থানীয় সাংবাদিকরা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে ও সড়ক আইন মানতে ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ালেও কাজে আসছেনা কোন উদ্যেগই। গত এক সপ্তাহে রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ৮টির মত প্রাণহানির ঘটনা এজনপদের বাসিন্দাদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। এত প্রাণহানির পরেও সড়ক দুর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে রাজশাহী বিআরটিএসহ সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দূর্ঘটনা প্রবন এসড়কে শৃংখলা ফেরাতে বিআরটিএ রাজশাহী সার্কেল ও ট্রাফিক পুলিশের কোন কার্যকরী অভিযান দেখতে না পেয়ে হতবাক সড়কে চলাচলকারী যাত্রী সাধারণরা।
এদিকে রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত প্রাণ হানির ঘটনায় বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ায় নড়ে চড়ে বসেছে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। রবিবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালায় মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, ট্রাফিক বিভাগ ইন্সপেক্টর রবিউল ইসলাম, থানার এসআই নুরুল ইসলাম,
টিএসআই বাবলুর রশিদ, টিএসআই সোহেল রানা,এএসআই আকবর হোসেন।
এবিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান বলেন, সম্প্রতি রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটায় মোহনপুর থানায় সড়ক পরিবহন আইনে ৫টি মামলা রজু ও ৬টি গাড়ি আটক করা হয়েছে।
সড়ক দূর্ঘটনারোধে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান স্যারের নির্দেশনায় থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথ অভিযান চালিয়ে কাগজপত্র সঠিক না থাকায় ১৭জন চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১১ টি মোটরযান থানায় আটক করা হয়েছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় সচেতন জনগন সাধুবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ যৌথভাবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলে এ সড়কে কমবে প্রাণহানির ঘটনা।
এবিষয়ে বিআরটিএ, রাজশাহী সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুর রশিদ বলেন,, জেলার মধ্যে বিভিন্ন জায়গায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। সড়কে দূর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে দূর্ঘটনা প্রবণ এলাকার স্কুলের শিক্ষার্থীদের মাঝে ভিডিও চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণের জন্য পাঠানো হয়েছে। শীঘ্রই এসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
সড়ক দূর্ঘটনায় মৃত্যুরোধে রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, কারো মৃত্যুই আমাদের জন্য কাম্য নয়। পরিবহন সেক্টরে জেলা এলাকায় বিভিন্ন ধরণের সমস্যা রয়েছে। সড়কে চলাচলকারী লাইসেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। রাস্তায় মোটরসাইকেল চালাতে হলে চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও আরোহীর হেলমেট অবশ্যই থাকতে হবে।