মোহনপুরে সার-বীজ বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধন

- আপডেট সময় : ০১:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৫৭৫ বার পড়া হয়েছে
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি জাতীয় ইঁদুর নিধন অভিযান কার্যক্রমও শুরু করেছে অধিদপ্তরটি। বুধবার ৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেয়াজ, মুসুর, খেসারি ও আড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭২৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরন করা হয়। গমের বীজ ৫০জন, ভূট্টা-৫০ জন, পেয়াজ-৫০ জন, মসুর-৫০ জন, খেসারি-১০ জন, অড়হর-৪০ জন ও সরিষা বীজ পাবেন ৭০০০ জন কৃষক। প্রত্যেক কৃষক পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাগর আহমেদ, ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) মোঃ তারিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: রাজিব হোসেন রাজু, খাদ্য কর্মকর্তা নুরুন্নবীসহ অন্যান্য দফতরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।