টাঙ্গাইল এসপি’র নির্দেশে মধুপুর থানা পুলিশের ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার ৫

- আপডেট সময় : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৫৪৩ বার পড়া হয়েছে
বাবুল রানা মধুপুর, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় মধুপুর থানা পুলিশ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে মধুপুর থানা পুলিশ গ্রেফতারকৃতদের টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি মধুপুর থানাধীন ইদিলপুর এলাকায় রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে একটি জামে মসজিদের ইমাম এর নীল রঙের একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় ইমাম সাহেব বাদী হয়ে গত ১৭ জানুয়ারি মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ওসি (তদন্ত) রাসেল আহমেদ এর নেতৃত্বে মধুপুর থানা পুলিশের এসআই আরিফ ও সুজন সহ সঙ্গীয় অফিসার ফোর্স একটি চৌকস দল ২০ জানুয়ারি (সোমবার) ঘটনায় সন্দিগ্ধ আনোয়ার হোসেন রানা (৩২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত
মধুপুর থানাধীন মাগন্তিনগর এলাকার মোকছেদ আলীর ছেলে। পুলিশী জিজ্ঞাসাবাদে আনোয়ারের দেওয়া তথ্যমতে সে তার সহযোগী আসামীদের নিয়ে চোরাই মোটরসাইকেলটি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকার নান্দিনারচর গ্রামের মোঃ বাদশা শেখের ছেলে ধৃত আসামী মোনারুল হাসান মজনু (২৮) মাধ্যমে জামালপুর জেলা সরিষাবাড়ী থানাধীন রেল লাইনের পাশে বিক্রি করে। চোরচক্রকে ধরতে ওসি (তদন্ত) রাসেল আহমেদ আসামী রানাকে দিয়ে আরো একটি মোটরসাইকেল বিক্রি করবে বলে ফোন করে ফাঁদ পাতে কিছুক্ষণের মধ্যেই আরো একটি চোরাই মোটরসাইকেল নিয়ে আনোয়ার হোসেন মজনু ও ইলিয়াস জামালপুর সরিষাবাড়ী থানাধীন রেললাইন এলাকায় আসলে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
আসামী মজনুকে জিজ্ঞাসাবাদের পর আরো ২টি চোরাই মোটরসাইকেল তার হেফাজতে হতে উদ্ধার করে পুলিশ। পুলিশ মজনুকে জিজ্ঞাসাবাদে আরো জানতে পারে মজনু মধুপুর এলাকার রানার সহযোগিতায় চুরি করিয়া আরো ২টি মোটরসাইকেল সারিয়াকান্দি থানাধীন চর ছনপোচা এলাকায় রাখিয়াছে। এরপর পুলিশ মজনুসহ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন চর ছনপোচা এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ হারুন অর রশিদ (৪৫) কে গ্রেফতার করে তার নিকট হইতে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। হারুন ওই এলাকার মোঃ আইন উদ্দিন মন্ডলের ছেলে। এরপর পুলিশ জামালপুর জেলার সদর ছোনটিয়া বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে হারেজ আলী (৪৩) কে গ্রেফতার করে আরও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। হারেজ ওই এলাকার শাহজাহান এর ছেলে।
মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল কবির জানান,বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ৫টি চোরাই মোটরসাইকেল এবং উক্ত ঘটনায় জড়িত চোরচক্রের ৫জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী রানাকে জিজ্ঞাসাবাদে রানা জানায় তার সহযোগী হিসেবে দুলাল, মানিক ও ছানোয়ার, মধুপুর, ঘাটাইল, ধনবাড়ী, মুক্তাগাছা সহ আরও বিভিন্ন থানা এলাকায় মোটরসাইকেল চুরি করিয়া সরিষাবাড়ী, সারিয়াকান্দি ও জামালপুর সদরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছে।
এঘটনায় আসামী মোঃ আনোয়ার হোসেন রানা, মোনারুল হাসান মজনু বিজ্ঞ আদালতে চুরির সাথে জড়িত থাকার বিষয়ে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিবে বলে জানান মধুপুর থানা তদন্ত (ওসি) রাসেল আহমেদ।