কেশরহাটে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

- আপডেট সময় : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৫৪৯ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি:রাজশাহীর কেশরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশরহাট পৌর ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) একটি বিশাল র্যালি রাজশাহী- নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ও পৌর বাজার প্রদক্ষিন করে।
কেশরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম সুইটের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাদ্দাম হোসেন ডলারের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব অর রশিদ, পবা উপজেলার নওহাটা পৌরসভা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর যুবদলের আহবায়ক শাহিন আলম।
আলোচনা সভায় নেতারা বলেন,১৯৭৯ সালের ১ লা জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা প্রতিকুলতা পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে ছাত্রদল। যা বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য এটা আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজোহা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল ডাক্তার এবং বুলবুল আহমেদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওসমান আলী। উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব রুবেল হোসেন সহ প্রমুখ।