০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবেন না’ ৫৯ বিজিবি অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৫৭৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, ‘না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, আর পেছনে ১৮ কোটি মানুষ আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে সীমান্ত আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধিতে এ মতবিনিময় সভা করেছে বিজিবি।

‘বিজিবি হবে সীমান্তে আস্থা ও নিরাপত্তার প্রতীক’- এই শিরোনামের মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, মনাকষা ইউপির সদস্য কাজল আলী, বিনোদপুর ইউপির সদস্য বাদশা আলী ও কামাল উদ্দিন।

বক্তারা সীমান্তের শূন্য রেখার দেড়শ গজ এলাকায় কৃষক ছাড়া অন্য কেউ যেন না ঢোকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। এ ছাড়া সীমান্তে যে কোনো সমস্যা বিজিবির কাছে তুলে ধরার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় অংশ নেন সীমান্তের কিরণগঞ্জ, চৌকা, কালিগঞ্জ, জমিনপুর, বিশ্বনাথপুর, তেলকুপি, শাহবাজপুরসহ আশপাশের গ্রামের কৃষি ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

বক্তারা সীমান্তের শূন্য রেখার দেড়শ গজ এলাকায় কৃষক ছাড়া অন্য কেউ যেন না ঢোকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। এ ছাড়া সীমান্তে যে কোনো সমস্যা বিজিবির কাছে তুলে ধরার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় অংশ নেন সীমান্তের কিরণগঞ্জ, চৌকা, কালিগঞ্জ, জমিনপুর, বিশ্বনাথপুর, তেলকুপি, শাহবাজপুরসহ আশপাশের গ্রামের কৃষি ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কিরণগঞ্জ-চৌকা সীমান্ত ফাঁড়ির মাঝামাঝিতে সীমানা ঘেঁষে কাঁটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি এবং কাঁচা গম ও আমগাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের কৃষকের সংঘর্ষের ঘটনা ঘটে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবি’র সহকারী পরিচালক মো. বেলাল ওসি, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবি নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবেন না’ ৫৯ বিজিবি অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া

আপডেট সময় : ০৬:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, ‘না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, আর পেছনে ১৮ কোটি মানুষ আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে সীমান্ত আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধিতে এ মতবিনিময় সভা করেছে বিজিবি।

‘বিজিবি হবে সীমান্তে আস্থা ও নিরাপত্তার প্রতীক’- এই শিরোনামের মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, মনাকষা ইউপির সদস্য কাজল আলী, বিনোদপুর ইউপির সদস্য বাদশা আলী ও কামাল উদ্দিন।

বক্তারা সীমান্তের শূন্য রেখার দেড়শ গজ এলাকায় কৃষক ছাড়া অন্য কেউ যেন না ঢোকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। এ ছাড়া সীমান্তে যে কোনো সমস্যা বিজিবির কাছে তুলে ধরার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় অংশ নেন সীমান্তের কিরণগঞ্জ, চৌকা, কালিগঞ্জ, জমিনপুর, বিশ্বনাথপুর, তেলকুপি, শাহবাজপুরসহ আশপাশের গ্রামের কৃষি ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

বক্তারা সীমান্তের শূন্য রেখার দেড়শ গজ এলাকায় কৃষক ছাড়া অন্য কেউ যেন না ঢোকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। এ ছাড়া সীমান্তে যে কোনো সমস্যা বিজিবির কাছে তুলে ধরার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় অংশ নেন সীমান্তের কিরণগঞ্জ, চৌকা, কালিগঞ্জ, জমিনপুর, বিশ্বনাথপুর, তেলকুপি, শাহবাজপুরসহ আশপাশের গ্রামের কৃষি ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কিরণগঞ্জ-চৌকা সীমান্ত ফাঁড়ির মাঝামাঝিতে সীমানা ঘেঁষে কাঁটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি এবং কাঁচা গম ও আমগাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের কৃষকের সংঘর্ষের ঘটনা ঘটে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবি’র সহকারী পরিচালক মো. বেলাল ওসি, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবি নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।