নড়াইল কালিয়া থানা পুলিশের অভিযানে ১কেজি ২’শ গাঁজাসহ মাদক কারবারি আটক

- আপডেট সময় : ০৯:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৫৪০ বার পড়া হয়েছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইল জেলা কালিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ মোজাম্মেল নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
আটক মাদককারবারির বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকসহ আটক মোজাম্মেল মোল্যা (৩৫) কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মো. মিকাইল মোল্যার ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেট এলাকার একটি সুতার দোকান থেকে মোজাম্মেলকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ পাঁচ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ বলেন, মোজাম্মেল মোল্যাকে গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, আটক মোজ্জাম্মেল দীর্ঘদিন যাবত সুতার ব্যবসার পাশাপাশি গাঁজার ব্যবসা করে আসছেন।