দুর্গাপুরে কাব ক্যাম্পুরী উপলক্ষে কাব কার্নিভাল সমাপনি অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ৫৫০ বার পড়া হয়েছে
এম.শাহাবুদ্দিন, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ৫ দিনব্যাপি উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষ্যে কাব কার্নিভাল এর সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী বুধবার সকালে বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ হতে ৩০ জানুয়ারী ৫ দিন ব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী- ২০২৫ উপলক্ষ্যে কাব কার্নিভাল অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার।
সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার নজরুল ইসলাম, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আরিফ রুবেল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।