নাটোরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৩৮ বার পড়া হয়েছে
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর: নাটোরের লালপুরে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত ব্যক্তির নাম সুকুমার (৩০), তিনি গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগোলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয় টি লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু নিশ্চিত করেছেন,তিনি আরও বলেন,লাশটির সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য বের করতে মাঠে পুলিশের একটি টীম কাজ করছে।














