নড়াইলে ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ইয়াবাসহ আটক ৩

- আপডেট সময় : ০৬:১৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৩০ বার পড়া হয়েছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলা ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই টিটু আলী, এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সুমন শেখ (২৫) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তাকে জেলা সদর থানা পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডের ভওয়াখালী এলাকার মিতালি সংঘের পেছন থেকে আটক করা হয়। সুমন জেলা সদর থানাধীন ভোওয়াখালী (দক্ষিনপাড়া) গ্রামের মোঃ শহিদুল শেখর ছেলে।
অপরদিকে জেলা ডিবি কর্তৃক ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পিয়াস মোল্যা(২৮) ও ৩০ পিস ইয়াবাসহ মোঃ খাইরুল কাজী (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পিয়াস জেলা সদর থানাধীন কুড়িগ্রাম গ্রামের মৃত শরিফুল ইসলাম মোল্যার ছেলে। পুলিশ তাকে বাধাঘাট টু ধোপাখোলা মোড়গামী এলাকা হতে আটক করে। আরেক আটক খাইরুল জেলার সদর থানাধীন সম্ভুডাঙ্গা গ্রামের মৃত মোছাদ্দের কাজীর ছেলে। তাকে ফুলশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে আটক করা হয়।
আটক মাদককারবারিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।