মোহনপুরে আলোচিত হত্যা মামলার প্রধান দুই আসামি রাসেল ও শরিফুল গ্রেফতার
- আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৯৭৮ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে আলোচিত কৃষক আলতাফ হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে ফরিদপুর জেলার সালথা থানার সিংহ পোতাপ এলাকা থেকে র্যাব-১০ এর বিশেষ সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোহনপুর উপজেলা ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে রাসেল (২৪) ও শরিফুল ইসলাম (৩৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।
হত্যার রহস্য উদঘাটনে পুলিশ জানায়, মোহনপুর থানা পুলিশ গত ১০/০৩/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ টায় মোহনপুর থানাধীন ধুরইল গ্রামস্থ ধুরইল সরকার পুকুর বিলে মন্ডলের গাছের পশ্চিম পাশে বাদীর জমি হতে মাথার মগজ ও এক টুকরো রক্তাক্ত মাংসপিন্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ আতাউর রহমান বাদী হয়ে অভিযুক্ত ছয় জনের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মোহনপুর থানা পুলিশ গত ১৬/০৩/২০২৫ খ্রি. ১০.৪৫ টায় মোহনপর থানাধীন তুলসীক্ষেত্র বিলকুমারী বিলের বক্স কালভার্টের পূর্ব-দক্ষিণ পার্শ্বের রাস্তা সংলগ্ন সরকারি খাস জলাশয়ের মধ্য হতে অর্ধগলিত পিলার চাঁপা দেওয়া লাশ উদ্ধার করে। ভিকটিম মোঃ আলতাব আলী (৫৫)-এর ছেলে মোঃ আতাউর রহমানের সহায়তায় লাশের পোশাক-পরিচ্ছেদের বর্ণনা মোতাবেক পুলিশ সনাক্ত করতে সমর্থ হয়।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় জড়িত অন্য এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

















