গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ৭৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীর মোহনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ আয়োজনে প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান৷
এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে একটি র্যালি বের করেন। যা ক্যাম্পাস হতে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনের ফটকের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ইসরায়েলের পন্য বয়কট, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইসরায়েলের দুশমন হুশিয়ার সাবধান, সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে মোহনপুর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, গাজায় শিশু, নারী, সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হতে হবে। একইসঙ্গে তারা বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয় এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের পথে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা হয়।
মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: আব্দুর রাজ্জাক বলেন, আমরা চাই না, আমাদের নীরবতা আর কারও রক্তের কারণ হোক। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি।
মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মাহামুদুল হাসান রুবেল বলেন, বিশ্ব যখন নীরব, তখন আমাদের তরুণদেরই সামনে এসে মানবতার পক্ষে দাঁড়াতে হবে। গাজায় নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে।
ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শাকিবুল হাসান লিটন বলেন, ছোট ছোট শিশুদের নিথর দেহ আর বিধ্বস্ত ঘরবাড়ির ছবি আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা চাই, এই সহিংসতা বন্ধ হোক, ফিলিস্তিনের জনগণ স্বাধীনভাবে বাঁচার অধিকার পাক। আমরা মানবিক দায়বদ্ধতা থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি।
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আয়োজিত ছাত্রদলের প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহম্মাদ আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টুটন, সদস্য ইয়ামিন, রাসেল, ছাত্র নেতা মুন, মোহনপুর সরকারি কলেজ শাখা সভাপতি শিমুল, সাধারণ সম্পাদক লিটন, ছাত্র নেতা সাব্বির, জাকির, নাহিদ, সজিব,সহ – কলেজের সাধারণ শিক্ষাথীরা
মূলত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও স্থল অভিযান চলমান রয়েছে। যার ফলে এরই মধ্যে হাজার হাজার সাধারণ মানুষ ও শিশু নিহতের ঘটনা ঘটেছে। তার প্রতিবাদে সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন।

















