আরএমপি ট্রাফিক অফিস পরিদর্শনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান

- আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৬৫৭ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আরএমপি ট্রাফিক বিভাগের কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী। এসময় মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
কমিশনারের পর্যবেক্ষণ ও নির্দেশনা:
ট্রাফিক অফিসের বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও সার্বিক অফিস পরিবেশ ঘুরে দেখেন নিরাপত্তা বিষয়ক কার্যক্রম ও চেকপোস্ট পরিচালনার কার্যক্রম খতিয়ে দেখেন শৃঙ্খলা ও পোশাকবিধি (ড্রেস রুলস) যথাযথভাবে অনুসরণের উপর জোর দেন।
নির্দেশনা ও বার্তায় কমিশনার বলেন, “মহানগরীর প্রতিটি সড়ক যানজটমুক্ত রাখতে হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও জনবান্ধব ও কার্যকর করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন।”
তিনি আরও নির্দেশ দেন চেকপোস্টে দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা। নাগরিকদের প্রতি ভদ্রতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করাপেশাদারিত্বের সাথে ট্রাফিক আইন বাস্তবায়ন করা
অনুষ্ঠান উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মহিবুল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।