নওহাটায় পবা-মোহনপুর সিএনজি মালিক সমিতির কর্মীসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৭০৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর নওহাটায় পবা-মোহনপুর সিএনজি মালিক সমিতির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় পবা ও মোহনপুর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক সিএনজি মালিক ও চালক উপস্থিত ছিলেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, “বর্তমান সরকারের ভুলনীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিএনজি চালকরা দিনরাত পরিশ্রম করেও সংসার চালাতে পারছেন না।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে পরিবহন খাতের প্রকৃত মালিক-শ্রমিকদের মতামতের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করা হবে। গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন সিএনজি সমিতির সদস্য এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা সিএনজি মালিক ও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, লাইসেন্স ও ফিটনেস প্রক্রিয়ার দুর্নীতি বন্ধ, অতিরিক্ত খরচ ও হয়রানি রোধ, এবং মহাসড়কে সিএনজির চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।