মোহনপুরে বিএনপি নেতা ইসলাম সরদারের জানাজায় নেতাকর্মীদের ঢল

- আপডেট সময় : ০৪:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৬৬৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: মোহনপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ইসলাম আলী সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
মরহুম ইসলাম আলী সরদার এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, রাজনৈতিক সহকর্মী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ মাগরিব মোহনপুরের পাকুড়িয়া মহাবিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন—বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল,
মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মহলে তিনি একজন পরিচ্ছন্ন, নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় নেতারূপে স্মরণীয় হয়ে থাকবেন।