০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন ফিরিয়ে দিল রাজশাহীর পুলিশ সুপার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৫৯৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশের চৌকস তৎপরতায় উদ্ধার হওয়া ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম নিজ হাতে এসব ফোন মালিকদের বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার আটটি থানায় মোবাইল হারানোর ঘটনায় বিভিন্ন সময় ৫১ জন সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে—স্যামসাং ১১টি, শাওমি ৯টি, ভিভো ৭টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৪টি, ওপ্পো ৬টি, হুয়াই ৩টি, মোটোরোলা ২টি, টেকনো ১টি এবং সিম্ফনি ১টি।
এছাড়া মোবাইল ফোন ছাড়াও বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ১৫,৫০০ টাকাও প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা অর্জনের এই প্রচেষ্টা আগামীতে আরও বেগবান হবে।”

হারানো ফোন ফিরে পেয়ে উপস্থিত মালিকগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই মানবিক ও দক্ষ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পুলিশের পাশে থাকার প্রত্যাশা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন ফিরিয়ে দিল রাজশাহীর পুলিশ সুপার

আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশের চৌকস তৎপরতায় উদ্ধার হওয়া ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম নিজ হাতে এসব ফোন মালিকদের বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার আটটি থানায় মোবাইল হারানোর ঘটনায় বিভিন্ন সময় ৫১ জন সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে—স্যামসাং ১১টি, শাওমি ৯টি, ভিভো ৭টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৪টি, ওপ্পো ৬টি, হুয়াই ৩টি, মোটোরোলা ২টি, টেকনো ১টি এবং সিম্ফনি ১টি।
এছাড়া মোবাইল ফোন ছাড়াও বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ১৫,৫০০ টাকাও প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা অর্জনের এই প্রচেষ্টা আগামীতে আরও বেগবান হবে।”

হারানো ফোন ফিরে পেয়ে উপস্থিত মালিকগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই মানবিক ও দক্ষ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পুলিশের পাশে থাকার প্রত্যাশা জানান।