০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা মেডিকেলের প্রিজন সেল থেকে মাদক মামলার আসামি পালিয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৬২৩ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়েছে মাদক মামলায় আটক আসামি ইউসুফ (২৩)। সে নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের বাসিন্দা।

বুধবার দুপুরে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ইউসুফকে। রাতে বুকে ব্যথা অনুভব করলে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টায় তাকে প্রিজন সেলে রাখা হয়।

প্রিজন সেলের ইনচার্জ এসআই শামীম রেজা জানান, রাত ৩টার দিকে অপর এক আসামিকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় কনস্টেবল রাব্বি আলী সেলের দরজার তালা লাগাতে ভুলে যান। এই সুযোগে ইউসুফ পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আবু তালেব বলেন, পুলিশের গাফিলতির পাশাপাশি বাইরের গেটের দায়িত্বে থাকা কারারক্ষীদেরও অবহেলা ছিল। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেল সুপার নাসির উদ্দিন প্রধান জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খুলনা মেডিকেলের প্রিজন সেল থেকে মাদক মামলার আসামি পালিয়েছে

আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়েছে মাদক মামলায় আটক আসামি ইউসুফ (২৩)। সে নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের বাসিন্দা।

বুধবার দুপুরে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ইউসুফকে। রাতে বুকে ব্যথা অনুভব করলে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টায় তাকে প্রিজন সেলে রাখা হয়।

প্রিজন সেলের ইনচার্জ এসআই শামীম রেজা জানান, রাত ৩টার দিকে অপর এক আসামিকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় কনস্টেবল রাব্বি আলী সেলের দরজার তালা লাগাতে ভুলে যান। এই সুযোগে ইউসুফ পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আবু তালেব বলেন, পুলিশের গাফিলতির পাশাপাশি বাইরের গেটের দায়িত্বে থাকা কারারক্ষীদেরও অবহেলা ছিল। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেল সুপার নাসির উদ্দিন প্রধান জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।