বিএনপি’র পরিবারের সবাইকে নিয়ে সম্মেলন হবে: মিলন

- আপডেট সময় : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৭৬০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মিডিয়া সেল উপকমিটির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
মিলন বলেন, “এই সম্মেলন হবে উৎসবমুখর পরিবেশে, যেখানে বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ পুরো বিএনপি পরিবার উপস্থিত থাকবেন। এটি হবে মিলনমেলা।”
তিনি জানান, সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলর-ডেলিগেটসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।
তিনি আরও বলেন, “দীর্ঘ দমন-পীড়নের পরও বিএনপি অটুট আছে। এবার ঐক্যমতের ভিত্তিতেই সম্মেলন হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।