রাজশাহীতে দেশ কোল্ড স্টোরেজে কোটি টাকার ডাকাতি: সিআইডির অভিযানে গ্রেফতার ২

- আপডেট সময় : ০৭:৫৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৬০০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার গাঙ্গোপাড়া গ্রামে অবস্থিত দেশ কোল্ড স্টোরেজ (প্রা.) লি.-তে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিআইডি ২ জনকে গ্রেফতার করেছে।
সিআইডি জানায়, গত ৭ আগস্ট রাত সাড়ে ১টার দিকে ৩০-৩৫ জনের সশস্ত্র ডাকাত দল কোল্ড স্টোরেজের প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে। তারা রামদা, শাবল, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ছিল। প্রথমে প্রধান ফটকে থাকা দুই নিরাপত্তারক্ষীর হাত-পা ও চোখ বেঁধে গার্ড রুমের পাশের মোটরসাইকেল গ্যারেজে ফেলে রাখা হয়। পরে ডাকাতরা একটি ট্রাক নিয়ে কোল্ড স্টোরেজের ভেতরে ঢুকে লেবার কোয়ার্টারে ঘুমিয়ে থাকা ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে এবং দরজা আটকে দেয়।
এরপর তারা লেবার সর্দারের রুমের তালা কেটে নগদ অর্থ হাতিয়ে নেয় এবং অফিস কক্ষ ভেঙে তছনছ করে। এসময় ডাকাতরা ৩ লাখ ৩৩ হাজার টাকা নগদসহ মোট ৬৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরদিন মোহনপুর থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটির ছায়া তদন্ত শুরু করে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলা ইউনিট। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—মো. সাজেদুল শেখ (৩৫), পিতা মৃত মফজেল শেখ, গ্রাম পিপুলবাড়িয়া, থানা সিরাজগঞ্জ সদর। মো. রুবেল (১৯), পিতা মৃত মোজাম্মেল হক, গ্রাম বিনোটিয়া, থানা শাহজাদপুর, সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ও তাদের দেখানো স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়—Lucas কোম্পানির ২০০ অ্যাম্পিয়ার ব্যাটারি ১টি, বড় স্লাই রেঞ্জ ৩টি, হাতলযুক্ত লোহার হাতুড়ি ১টি, গুটি রেঞ্জ ৩টি, ডাল রেঞ্জ ২টি, প্লাস ২টি, ক্রু-ড্রাইভার ১টি, নাট-বোল্ট খোলার কাজে ব্যবহৃত বিভিন্ন রেঞ্জ ১৭টি এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন।
সিআইডি জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।