০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদক কারবারির পাল্টা অভিযোগে নতুন বিতর্ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৫৮৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র‌্যাবের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও তার পরিবার। এ ঘটনায় শহরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর বুধপাড়া এলাকায় বসবাসরত মো. সাজাহান নামের ওই ব্যক্তি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দাবি করেন, র‌্যাব তাকে মিথ্যা মামলায় জড়াচ্ছে এবং নির্যাতন করেছে। তার স্ত্রী লামিয়া আক্তার লিখিত বক্তব্যে একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, গত ৮ আগস্ট রাতে সাজাহানকে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়।

কিন্তু র‌্যাব ভিন্ন চিত্র তুলে ধরেছে। র‌্যাব-৫ এর কর্মকর্তাদের দাবি, সাজাহান একজন চিহ্নিত ও শীর্ষস্থানীয় মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান এবং দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন তিনি। শুধু মাদক নয়, অস্ত্র ব্যবসার সঙ্গেও তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

র‌্যাব আরও জানায়, সাজাহানের সহযোগী দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসে। এমনকি চক্রের সদস্যদের কাছ থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজে অস্ত্র ব্যবহার ও গুলি চালনার প্রমাণও রয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে— তাদের কোনো অভিযানে নির্যাতন বা বেআইনি কিছু করা হয়নি। বরং সংবাদ সম্মেলনের মাধ্যমে সাজাহান পরিবার মিথ্যা অভিযোগ তুলে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

র‌্যাবের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “মাদক ও অস্ত্র ব্যবসার মতো গুরুতর অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র‌্যাব কঠোর অবস্থান অব্যাহত রাখবে।”

স্থানীয়রা মনে করছেন, এই ঘটনায় একদিকে র‌্যাবের প্রতি জনআস্থা বজায় রাখার প্রশ্ন, অন্যদিকে অভিযুক্ত পরিবারের আত্মপক্ষ সমর্থনের বিষয়টি সামনে এসেছে। ফলে এখন আদালত ও তদন্ত প্রক্রিয়াই নির্ধারণ করবে আসল সত্য কোথায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মাদক কারবারির পাল্টা অভিযোগে নতুন বিতর্ক

আপডেট সময় : ০৬:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র‌্যাবের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও তার পরিবার। এ ঘটনায় শহরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর বুধপাড়া এলাকায় বসবাসরত মো. সাজাহান নামের ওই ব্যক্তি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দাবি করেন, র‌্যাব তাকে মিথ্যা মামলায় জড়াচ্ছে এবং নির্যাতন করেছে। তার স্ত্রী লামিয়া আক্তার লিখিত বক্তব্যে একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, গত ৮ আগস্ট রাতে সাজাহানকে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়।

কিন্তু র‌্যাব ভিন্ন চিত্র তুলে ধরেছে। র‌্যাব-৫ এর কর্মকর্তাদের দাবি, সাজাহান একজন চিহ্নিত ও শীর্ষস্থানীয় মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান এবং দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন তিনি। শুধু মাদক নয়, অস্ত্র ব্যবসার সঙ্গেও তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

র‌্যাব আরও জানায়, সাজাহানের সহযোগী দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসে। এমনকি চক্রের সদস্যদের কাছ থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজে অস্ত্র ব্যবহার ও গুলি চালনার প্রমাণও রয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে— তাদের কোনো অভিযানে নির্যাতন বা বেআইনি কিছু করা হয়নি। বরং সংবাদ সম্মেলনের মাধ্যমে সাজাহান পরিবার মিথ্যা অভিযোগ তুলে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

র‌্যাবের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “মাদক ও অস্ত্র ব্যবসার মতো গুরুতর অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র‌্যাব কঠোর অবস্থান অব্যাহত রাখবে।”

স্থানীয়রা মনে করছেন, এই ঘটনায় একদিকে র‌্যাবের প্রতি জনআস্থা বজায় রাখার প্রশ্ন, অন্যদিকে অভিযুক্ত পরিবারের আত্মপক্ষ সমর্থনের বিষয়টি সামনে এসেছে। ফলে এখন আদালত ও তদন্ত প্রক্রিয়াই নির্ধারণ করবে আসল সত্য কোথায়।