বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগমারাবাসিকে ড.জাহিদ দেওয়ান শামীম এর শুভেচ্ছা

- আপডেট সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৯৭৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
আজ থেকে ৪৭ বছর আগে, দেশের এক কঠিন ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বরেণ্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অমর আদর্শ ছিলো স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বাগমারাবাসিকে ড. জাহিদ দেওয়ান শামীম এর শুভেচ্ছা বার্তা
একই সঙ্গে, দুঃশাসনের অন্ধকারে অদম্য সাহসিকতায় নেতৃত্ব দেওয়া দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা। দলের আদর্শ ও গণতন্ত্রের জন্য যাঁরা আজ পর্যন্ত আত্মত্যাগ করেছেন—সেই সকল শহিদ নেতাকর্মীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়া।
বিএনপি সবসময়ই ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী। এ আদর্শের ওপর ভর করে গড়ে উঠেছে দলের ১৯ দফা কর্মসূচি, যা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে জনগণের কাছে সমাদৃত হয়েছে। আমাদের জাতীয় পরিচয়, ইতিহাস, ঐতিহ্য ও ভৌগলিক স্বাতন্ত্র্যের ভিত্তিতেই বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপোষহীন।
প্রিয় বাগমারাবাসী,
এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে আমি আপনাদের সকলকে আহ্বান জানাই—ঐক্যবদ্ধ হয়ে দলকে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য। দেড় দশক পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, সেটিকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
আসুন, একটি সহিষ্ণু, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি বাগমারা উপজেলা বিএনপি’র সকল স্তরের নেতা–কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
ড. জাহিদ দেওয়ান শামীম
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি