০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড.জাহিদ দেওয়ান শামীম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৬৪২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন ড.জাহিদ দেওয়ান শামীম।

৯০ দশকের অন্যতম সাহসী ছাত্রনেতা হিসেবে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় তাঁর বিরুদ্ধে পাঁচটিরও বেশি মামলা হয়। বর্তমানে প্রবাসে অবস্থান করলেও বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি নিয়মিত ভূমিকা রেখে চলেছেন।

বাগমারা উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ড. শামীম রাজশাহী মেডিকেল কলেজ ও মহানগর ছাত্রদলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র সংসদের এজিএস (১৯৯২–৯৩), রামেক শাখা ছাত্রদলের সভাপতি (১৯৯২–৯৫), রামেকসু’র ভিপি (১৯৯৩–৯৪), একাডেমিক কাউন্সিলের ছাত্র প্রতিনিধি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য। তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায়ও ডা. শামীম দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৬ সালের নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারমূলক ৩১ দফার প্রতি তাঁর অঙ্গীকার সুদৃঢ়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রবাসে থেকেও দলের প্রতি দায়বদ্ধতা এবং ক্লিন ইমেজের কারণে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, একজন ত্যাগী ও সৎ নেতা হিসেবে ড. শামীম শুধু নির্বাচনের সময়ই নয়, নির্বাচনের পরও জনগণের জন্য ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হবেন।

ড. জাহিদ দেওয়ান শামীমের রাজনৈতিক পরিচিতি:

এজিএস, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র সংসদ (১৯৯২–৯৩), সভাপতি, রামেক শাখা ছাত্রদল (১৯৯২–৯৫), ভিপি, রামেকসু (১৯৯৩–৯৪), সাবেক সহ-সভাপতি, রাজশাহী মহানগর ছাত্রদল, প্রতিষ্ঠাতা সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জিয়া পরিষদ (২০১৭–চলমান), সাবেক কেন্দ্রীয় সদস্য, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

দলীয় মহলে জোরালোভাবে আলোচিত হচ্ছে যে, রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে বর্তমানে ড. শামীম এগিয়ে আছেন। পাশাপাশি নব্বই দশকের দেড় শতাধিক ত্যাগী ছাত্রনেতা দলের হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তাঁকেসহ পরীক্ষিত নেতৃবৃন্দকে মনোনয়ন দেওয়ার জন্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড.জাহিদ দেওয়ান শামীম

আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন ড.জাহিদ দেওয়ান শামীম।

৯০ দশকের অন্যতম সাহসী ছাত্রনেতা হিসেবে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় তাঁর বিরুদ্ধে পাঁচটিরও বেশি মামলা হয়। বর্তমানে প্রবাসে অবস্থান করলেও বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি নিয়মিত ভূমিকা রেখে চলেছেন।

বাগমারা উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ড. শামীম রাজশাহী মেডিকেল কলেজ ও মহানগর ছাত্রদলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র সংসদের এজিএস (১৯৯২–৯৩), রামেক শাখা ছাত্রদলের সভাপতি (১৯৯২–৯৫), রামেকসু’র ভিপি (১৯৯৩–৯৪), একাডেমিক কাউন্সিলের ছাত্র প্রতিনিধি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য। তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায়ও ডা. শামীম দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৬ সালের নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারমূলক ৩১ দফার প্রতি তাঁর অঙ্গীকার সুদৃঢ়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রবাসে থেকেও দলের প্রতি দায়বদ্ধতা এবং ক্লিন ইমেজের কারণে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, একজন ত্যাগী ও সৎ নেতা হিসেবে ড. শামীম শুধু নির্বাচনের সময়ই নয়, নির্বাচনের পরও জনগণের জন্য ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হবেন।

ড. জাহিদ দেওয়ান শামীমের রাজনৈতিক পরিচিতি:

এজিএস, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র সংসদ (১৯৯২–৯৩), সভাপতি, রামেক শাখা ছাত্রদল (১৯৯২–৯৫), ভিপি, রামেকসু (১৯৯৩–৯৪), সাবেক সহ-সভাপতি, রাজশাহী মহানগর ছাত্রদল, প্রতিষ্ঠাতা সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জিয়া পরিষদ (২০১৭–চলমান), সাবেক কেন্দ্রীয় সদস্য, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

দলীয় মহলে জোরালোভাবে আলোচিত হচ্ছে যে, রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে বর্তমানে ড. শামীম এগিয়ে আছেন। পাশাপাশি নব্বই দশকের দেড় শতাধিক ত্যাগী ছাত্রনেতা দলের হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তাঁকেসহ পরীক্ষিত নেতৃবৃন্দকে মনোনয়ন দেওয়ার জন্য।