১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: ওসির অপসারণের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে প্রতারকের মাধ্যমে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই মামলা শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীর সরাসরি মদদে দায়েরকৃত প্রতিশোধমূলক মামলা, যা গণমাধ্যমের স্বাধীনতা হরণের নগ্ন চেষ্টা। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসির অপসারণ দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

গত ২৬ আগস্ট নগরীর অগ্রণী ব্যাংক আরডিএ শাখায় জমি নিলামের সময় কথিত পত্রিকার মালিক ও স্থানীয় ঠিকাদার আক্তারুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। এসময় আক্তার একজন সাংবাদিকের মোবাইল কেড়ে ভেঙে ফেলেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়।

পরে সাংবাদিকরা মামলা করতে চাইলে ওসি মামলা না নিয়ে কেবল লিখিত অভিযোগ নেন। কিন্তু এক সপ্তাহ পর তিনি প্রতারক আক্তারকে থানায় ডেকে নিজের হাতে এজাহার লিখে চাঁদাবাজি মামলা (নং-২/২০২৫) রেকর্ড করেন। এতে ছয় সাংবাদিক ও এক ঠিকাদারকে আসামি করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাদী আক্তার নিজেই স্বীকার করেছেন প্রশাসনের চাপে তিনি অভিযোগে স্বাক্ষর করেছেন এবং মামলার বিষয়ে কিছুই জানেন না। অডিও প্রমাণও সাংবাদিকদের কাছে রয়েছে। এ থেকেই প্রমাণিত, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতিশোধমূলক।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, “ভুক্তভোগী সাংবাদিকদের আসামি বানিয়ে পুলিশ সংবিধান প্রদত্ত গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করেছে। অবিলম্বে মামলা প্রত্যাহার ও ওসি মাছুমা মুস্তারীর অপসারণ করতে হবে।”

মানববন্ধনে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: ওসির অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে প্রতারকের মাধ্যমে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই মামলা শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীর সরাসরি মদদে দায়েরকৃত প্রতিশোধমূলক মামলা, যা গণমাধ্যমের স্বাধীনতা হরণের নগ্ন চেষ্টা। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসির অপসারণ দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

গত ২৬ আগস্ট নগরীর অগ্রণী ব্যাংক আরডিএ শাখায় জমি নিলামের সময় কথিত পত্রিকার মালিক ও স্থানীয় ঠিকাদার আক্তারুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। এসময় আক্তার একজন সাংবাদিকের মোবাইল কেড়ে ভেঙে ফেলেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়।

পরে সাংবাদিকরা মামলা করতে চাইলে ওসি মামলা না নিয়ে কেবল লিখিত অভিযোগ নেন। কিন্তু এক সপ্তাহ পর তিনি প্রতারক আক্তারকে থানায় ডেকে নিজের হাতে এজাহার লিখে চাঁদাবাজি মামলা (নং-২/২০২৫) রেকর্ড করেন। এতে ছয় সাংবাদিক ও এক ঠিকাদারকে আসামি করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাদী আক্তার নিজেই স্বীকার করেছেন প্রশাসনের চাপে তিনি অভিযোগে স্বাক্ষর করেছেন এবং মামলার বিষয়ে কিছুই জানেন না। অডিও প্রমাণও সাংবাদিকদের কাছে রয়েছে। এ থেকেই প্রমাণিত, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতিশোধমূলক।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, “ভুক্তভোগী সাংবাদিকদের আসামি বানিয়ে পুলিশ সংবিধান প্রদত্ত গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করেছে। অবিলম্বে মামলা প্রত্যাহার ও ওসি মাছুমা মুস্তারীর অপসারণ করতে হবে।”

মানববন্ধনে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।