বৃষ্টির মধ্যেই রাকসু নির্বাচনে প্রচারণায় প্রার্থীরা

- আপডেট সময় : ০৮:২৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে বৃষ্টির মধ্যেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। আজ (সোমবার) সকাল থেকেই টানা বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রচার চালাতে দেখা যায় প্রার্থীদের।
প্রার্থীরা জানান, গতকাল ব্যালট নম্বর বরাদ্দ দেওয়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়। ফলে তারা প্রচারণা চালাতে পারেননি। আজ সকালে কিছুটা আবহাওয়া অনুকূলে থাকলেও সকাল সাড়ে নয়টার পর থেকে আবার বৃষ্টি নামতে থাকে। আচরণবিধি অনুযায়ী কোনো একাডেমিক ভবনে প্রবেশ করে প্রচার চালানো নিষিদ্ধ। বৃষ্টির কারণে শিক্ষার্থীরা মূলত একাডেমিক ভবনের ভেতর অবস্থান করায় প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন বলেও জানান প্রার্থীরা।
তবে বৃষ্টির মধ্যেও প্রার্থীদের প্রচারণা শুরু হওয়ায় ক্যাম্পাসে নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রচারণায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও সাড়া দিচ্ছেন প্রার্থীদের।
এদিকে রাকসু ও হল সংসদ নির্বাচনে ইতোমধ্যেই ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে রোববার নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন আছেন। তবে রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে ওই তিনটি পদ শূন্য থাকবে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান বলেন, শূন্য পদগুলো আর পূরণ করা সম্ভব নয়। সেগুলো ছাড়া হল সংসদের কার্যক্রম চলবে।
নির্বাচন কমিশনের হিসাবে, এবার রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
রাকসুতে এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন। অন্যান্য পদ মিলিয়ে রাকসুতে মোট প্রার্থী সংখ্যা ২৪৮ জন, সিনেটে ৫৮ জন এবং হল সংসদে ৬০০ জন প্রার্থী রয়েছেন।