পেটের ব্যথা সহ্য করতে না পেরে
মোহনপুরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধূর আত্মহত্যা

- আপডেট সময় : ১২:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৬৫ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন শাহিনারা বেগম (৪০) নামে এক গৃহিণী। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শাহিনারা বেগম মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউপির খোলাগাছি গ্রামের কৃষক মোঃ ছইমুদ্দিন সরদারের স্ত্রী। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছু দিন ধরে শাহিনারা পেটের ব্যথায় ভুগছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন তাকে বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী ছইমুদ্দিন সরদার মোহনপুর থানায় একটি লিখিত মৃত্যু সংবাদ দাখিল করেছেন।
মোহনপুর থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে হাসপাতাল থেকে লাশটি থানায় নিয়ে আসেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে লিখিত নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে শারীরিক পরীক্ষার জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।