রাজশাহীর মোহনপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

- আপডেট সময় : ১২:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেমা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই শিশু বাড়ির বাইরে খেলতে বের হয়। এসময় প্রতিবেশী নজরুল ইসলাম (২৪) পিতা মৃত সোহরাব শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বিলের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির অভিভাবক খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে দেখে আসামি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। অভিভাবককে দেখে সে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। এসময় সে ধর্ষনের চেষ্টার কথা নিজে মুখে স্বীকার করে বলেও জানান প্রতক্ষদর্শীরা। পরে মোহনপুর থানা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম সরদার গিয়ে আসামিকে থানায় নিয়ে আসে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, আসামিকে আটক করা হয়েছে। শিশুর অভিভাবকের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।