১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন নিরাপত্তা, বয়ঃসন্ধিকালীন যত্ন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

সুশিক্ষা অর্জনই হলো জীবনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি-এসপি ফারজানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৪৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, উপজেলা জামায়াতের আমির জিএসএম আব্দুল আওয়াল, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান। উপজেলা সমাজসেবা অফিস শিশু সুরক্ষা সমাজকর্মী ফেরদৌসি হক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফারজানা ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইভটিজিং, রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধা, শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার ঝুঁকি এবং অনলাইনে ভুয়া আইডি ব্যবহার করে ব্ল্যাকমেইল, ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়া ও প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে।

বয়ঃসন্ধিকালীন যত্ন ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপনে গুরুত্ব দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা যেন শো-অফ বা অপ্রয়োজনীয় প্রদর্শন এড়িয়ে চলে। সহপাঠীদের সাথে মিলিত হলে ভার্চুয়াল জগত নিয়ে আলোচনা না করে পড়াশোনা কিংবা জ্ঞানবর্ধক বিষয়ে আলাপ করতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধে অল্প বয়সে বিয়ে করলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং শারীরিক-মানসিক ক্ষতির শিকার হয়। তাই এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সুশিক্ষিত হলে শিক্ষার্থীরা চাকরিক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছে সমাজ ও রাষ্ট্রের সেবা করতে পারবে।

তিনি বলেন, “বর্তমানে স্কুলছাত্রীদের নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন থানায় নিখোঁজ ডায়েরির সংখ্যা বেড়েছে। ভুক্তভোগীরা সামাজিক লজ্জা বা ভয়ের কারণে প্রকাশ্যে আসেন না, এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাই সমস্যা হলে সঙ্গে সঙ্গে পরিবার ও পুলিশকে জানাতে হবে। শিক্ষা জীবনকে নিজেদের গড়ে তোলার বিরাট সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।”

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা নানা সমস্যা তুলে ধরে। এর মধ্যে রয়েছে—সকাল ৭টায় বিশেষ ক্লাস থাকায় অনেকে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনতে বাধ্য হন, এতে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে ইংরেজি শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে, খেলাধুলার মাঠের অভাব।

শিক্ষার্থীরা আরও জানায়, ইভটিজিং ও রাস্তাঘাটে যাতায়াত সমস্যা তাদের পড়াশোনায় প্রভাব ফেলছে।

সভায় এসপি ফারজানা ইসলাম শিক্ষার্থীদের সততা, পরিশ্রম ও সচেতনতার মাধ্যমে জীবন গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, “সুশিক্ষা অর্জনই হলো জীবনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি।”

মতবিনিময় সভায়টি পরিচালনা করেন মোহনপুর থানা এসআই আতাউর রহমান এসময় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই মোদাচ্ছের হোসন খাঁন, এএসআই নজরুল ইসলামসহ ডিএসবি এসআই তরিকুল ইসলাম।

সড়কে নিরাপত্তায় ছিলেন জেলা ট্রাফিক পুলিশ মোহনপুর থানা ট্রাফিক জোন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহমুদুন নবী, টিআই রবিউল ইসলাম, টিএসআই বাবলু হোসেনসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অনলাইন নিরাপত্তা, বয়ঃসন্ধিকালীন যত্ন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

সুশিক্ষা অর্জনই হলো জীবনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি-এসপি ফারজানা

আপডেট সময় : ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, উপজেলা জামায়াতের আমির জিএসএম আব্দুল আওয়াল, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান। উপজেলা সমাজসেবা অফিস শিশু সুরক্ষা সমাজকর্মী ফেরদৌসি হক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফারজানা ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইভটিজিং, রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধা, শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার ঝুঁকি এবং অনলাইনে ভুয়া আইডি ব্যবহার করে ব্ল্যাকমেইল, ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়া ও প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে।

বয়ঃসন্ধিকালীন যত্ন ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপনে গুরুত্ব দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা যেন শো-অফ বা অপ্রয়োজনীয় প্রদর্শন এড়িয়ে চলে। সহপাঠীদের সাথে মিলিত হলে ভার্চুয়াল জগত নিয়ে আলোচনা না করে পড়াশোনা কিংবা জ্ঞানবর্ধক বিষয়ে আলাপ করতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধে অল্প বয়সে বিয়ে করলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং শারীরিক-মানসিক ক্ষতির শিকার হয়। তাই এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সুশিক্ষিত হলে শিক্ষার্থীরা চাকরিক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছে সমাজ ও রাষ্ট্রের সেবা করতে পারবে।

তিনি বলেন, “বর্তমানে স্কুলছাত্রীদের নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন থানায় নিখোঁজ ডায়েরির সংখ্যা বেড়েছে। ভুক্তভোগীরা সামাজিক লজ্জা বা ভয়ের কারণে প্রকাশ্যে আসেন না, এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাই সমস্যা হলে সঙ্গে সঙ্গে পরিবার ও পুলিশকে জানাতে হবে। শিক্ষা জীবনকে নিজেদের গড়ে তোলার বিরাট সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।”

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা নানা সমস্যা তুলে ধরে। এর মধ্যে রয়েছে—সকাল ৭টায় বিশেষ ক্লাস থাকায় অনেকে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনতে বাধ্য হন, এতে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে ইংরেজি শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে, খেলাধুলার মাঠের অভাব।

শিক্ষার্থীরা আরও জানায়, ইভটিজিং ও রাস্তাঘাটে যাতায়াত সমস্যা তাদের পড়াশোনায় প্রভাব ফেলছে।

সভায় এসপি ফারজানা ইসলাম শিক্ষার্থীদের সততা, পরিশ্রম ও সচেতনতার মাধ্যমে জীবন গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, “সুশিক্ষা অর্জনই হলো জীবনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি।”

মতবিনিময় সভায়টি পরিচালনা করেন মোহনপুর থানা এসআই আতাউর রহমান এসময় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই মোদাচ্ছের হোসন খাঁন, এএসআই নজরুল ইসলামসহ ডিএসবি এসআই তরিকুল ইসলাম।

সড়কে নিরাপত্তায় ছিলেন জেলা ট্রাফিক পুলিশ মোহনপুর থানা ট্রাফিক জোন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহমুদুন নবী, টিআই রবিউল ইসলাম, টিএসআই বাবলু হোসেনসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা।