রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম নেতৃবৃন্দ

- আপডেট সময় : ০৬:৪৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৬৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (ম্যাফ) নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তারা মহানগরীর একাধিক পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, রাজশাহীসহ সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে সব ধর্মের মানুষ সমানভাবে উৎসব পালন করছে।
এসময় উপস্থিত ছিলেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (ম্যাফ) রাজশাহীর সহ-সভাপতি ও সাবেক এমপি জাহান পান্না, সহ-সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন, সহ-সভাপতি ও এনসিপি মহানগর প্রধান সমন্বয়ক মোবাশ্বের হোসেন, ম্যাফ সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ম্যাফ সদস্য ও মহিলা দল কেন্দ্রীয় সদস্য মমতাজ বেগম, ম্যাফ সদস্য ও রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন, শাহাদত, সৈকাত, বিপ্লব প্রমুখ।