০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৫১৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’—এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক আফিয়া আখতার।

আলোচনায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। সভার সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম।

বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের ফলে রাজশাহীতে আবাসন সংকট, যানজট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পিত নগর উন্নয়ন, সঠিক ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক অংশগ্রহণ অপরিহার্য।

তারা আরও বলেন, রাজশাহীর টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব বসতি দিবস পালিত হয়, যার লক্ষ্য টেকসই ও মানবিক নগরায়ণ নিশ্চিত করা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত

আপডেট সময় : ১০:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

রাজশাহী প্রতিনিধি: ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’—এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক আফিয়া আখতার।

আলোচনায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। সভার সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম।

বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের ফলে রাজশাহীতে আবাসন সংকট, যানজট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পিত নগর উন্নয়ন, সঠিক ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক অংশগ্রহণ অপরিহার্য।

তারা আরও বলেন, রাজশাহীর টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব বসতি দিবস পালিত হয়, যার লক্ষ্য টেকসই ও মানবিক নগরায়ণ নিশ্চিত করা।