মোহনপুর ধূরইল এলাকা ১৭তম তাফসিরুল কুরআন মাহফিল” অনুষ্ঠিত
ইসলামী আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব—এডভোকেট মিলন
- আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৭৯১ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী “ধূরইল এলাকা ১৭তম তাফসিরুল কুরআন মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (১ ও ২ নভেম্বর) অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মিলন বলেন,
“ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। সমাজে অন্যায়, অবিচার, দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে কুরআনের বাণীকে ধারণ করতে হবে। ইসলামী আদর্শেই ন্যায়ভিত্তিক সমাজ ও প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও বলেন,
“বর্তমান সমাজে ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হলে আলেম-ওলামা, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে কুরআনের পথে একত্রিত হতে হবে।”
দুই দিনব্যাপী এই মাহফিলে দেশবরেণ্য আলেম ও ক্বারিগণ পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত তাফসির করেন এবং ইসলামী জীবনবোধ, সমাজ সংস্কার ও নৈতিক শিক্ষা বিষয়ে বয়ান প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আব্দুল কালাম আজাদ। প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন মাওলানা মুফতি মুহাম্মদ জামাল উদ্দিন, এবং বিশেষ মুফাসসির ছিলেন মাওলানা খালেক শরিফপুরী।
এছাড়া মাহফিলে মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন,
জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা আমির মাওলানা জি এম আব্দুল আওয়াল, ধুরইল ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।














