নৈতিক অবক্ষয় রোধ, মাদক প্রতিরোধ, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক ঐক্য বৃদ্ধিতে সভা
ধুরইলে সামাজিক সচেতনতা ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৭৭৩ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক সেবন ও প্রতিরোধ, গান-বাজনা নিয়ন্ত্রণ এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায়সহ মুসল্লীদের মসজিদমুখী করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) রাতে ধুরইল মণ্ডলপাড়া জামে মসজিদে এশার নামাজ শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ও মণ্ডলপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল করিম মণ্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুরইল ডিএস কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রউফ এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য খায়রুল ইসলাম মাস্টার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাজু ও সদস্য মাসুদ রানা মুসা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ইদল মণ্ডল, বেলাল উদ্দিন, খোরশেদ আলম জেবেল, শরিফুল ইসলাম, ইউসুফ, মালেকসহ স্থানীয় সচেতন নাগরিক ও মুসল্লীবৃন্দ।
আলোচনায় বক্তারা সমাজে নৈতিক অবক্ষয় রোধ, তরুণদের মাদক থেকে দূরে রাখা, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও মসজিদভিত্তিক সামাজিক ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুমন।














