০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সন্ত্রাস ও দখলদারিত্বে বিশ্বাস করে না : অ্যাডভোকেট মিলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৫৫১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সেবা করতেই এই দলের জন্ম। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ভালাম ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সভা অনুষ্ঠিত হয় ভালাম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

অ্যাডভোকেট মিলন বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের সময় খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, তখন বিএনপি নেতাকর্মীরা জনগণের নিরাপত্তায় কাজ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যেন আওয়ামী লীগসহ সকল শ্রেণির মানুষ নিরাপদে থাকতে পারেন। বিএনপি নেতাকর্মীরা রাত জেগে সংখ্যালঘু ও আওয়ামী পরিবারের ঘরবাড়ি পাহারা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের নামে হাজারো মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। তিনি নিজেও চার বছর এক মাস কারাভোগ করেছেন। এ সময় অনেক নেতাকর্মী তার সঙ্গে একই মামলায় জেল খেটেছেন। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছিল, যার ফলে তিনি আজও অসুস্থ।

মিলন বলেন, বর্তমান আপদকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গণভোট ইস্যুতে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপি স্পষ্ট জানিয়েছে— জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটও অনুষ্ঠিত হবে। এর বাইরে আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে দেশে একমাত্র ভোটার ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশেই দিনের ভোট রাতে অথবা ভোটের আগের দিনই সম্পন্ন করা হতো। তবে বিএনপি চায়— নিষিদ্ধ ঘোষিত দল ছাড়া সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।

পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে সমালোচনা করে মিলন বলেন, “এই পদ্ধতিতে কোথাও সুফল আসেনি। শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশে সরকার সকাল-বিকেল পরিবর্তন হতো। এমন অবস্থা হলে উন্নয়ন স্থবির হয়ে যায়।”
তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “জামায়াতের ষড়যন্ত্রে পা না দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় বড়গাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, বড়গাছী ইউনিয়ন বিএনপি নেতা মকবুল হোসেন, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ও আশরাফ আলী, সদস্য রায়হান উদ্দৌলাহ, আব্দুর রহমান, জালাল উদ্দিন সরকার, মিনারুল, আকতার আলী, সোহাগ রানা শুভ, রাজু, লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি সন্ত্রাস ও দখলদারিত্বে বিশ্বাস করে না : অ্যাডভোকেট মিলন

আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সেবা করতেই এই দলের জন্ম। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ভালাম ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সভা অনুষ্ঠিত হয় ভালাম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

অ্যাডভোকেট মিলন বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের সময় খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, তখন বিএনপি নেতাকর্মীরা জনগণের নিরাপত্তায় কাজ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যেন আওয়ামী লীগসহ সকল শ্রেণির মানুষ নিরাপদে থাকতে পারেন। বিএনপি নেতাকর্মীরা রাত জেগে সংখ্যালঘু ও আওয়ামী পরিবারের ঘরবাড়ি পাহারা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের নামে হাজারো মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। তিনি নিজেও চার বছর এক মাস কারাভোগ করেছেন। এ সময় অনেক নেতাকর্মী তার সঙ্গে একই মামলায় জেল খেটেছেন। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছিল, যার ফলে তিনি আজও অসুস্থ।

মিলন বলেন, বর্তমান আপদকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গণভোট ইস্যুতে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপি স্পষ্ট জানিয়েছে— জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটও অনুষ্ঠিত হবে। এর বাইরে আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে দেশে একমাত্র ভোটার ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশেই দিনের ভোট রাতে অথবা ভোটের আগের দিনই সম্পন্ন করা হতো। তবে বিএনপি চায়— নিষিদ্ধ ঘোষিত দল ছাড়া সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।

পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে সমালোচনা করে মিলন বলেন, “এই পদ্ধতিতে কোথাও সুফল আসেনি। শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশে সরকার সকাল-বিকেল পরিবর্তন হতো। এমন অবস্থা হলে উন্নয়ন স্থবির হয়ে যায়।”
তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “জামায়াতের ষড়যন্ত্রে পা না দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় বড়গাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, বড়গাছী ইউনিয়ন বিএনপি নেতা মকবুল হোসেন, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ও আশরাফ আলী, সদস্য রায়হান উদ্দৌলাহ, আব্দুর রহমান, জালাল উদ্দিন সরকার, মিনারুল, আকতার আলী, সোহাগ রানা শুভ, রাজু, লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।