সেনাপ্রধানকে ঘিরে ভুয়া প্রচারণা: সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান সেনাবাহিনীর
- আপডেট সময় : ০৫:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৫৪৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক, এশিয়ান ভয়েস ২৪.কম: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে—এমন অভিযোগ জানিয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সরকারি সতর্ক বার্তায় এসব ভুয়া ও বানোয়াট তথ্য থেকে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সেনাবাহিনীর সতর্ক বার্তা
পোস্টে বলা হয়েছে, “ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ফেসবুক পোস্টে সেনাপ্রধানকে নিয়ে ছড়িয়ে পড়া অন্তত ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে। এসব ভুয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানানো হয়।
আগেও দেওয়া হয়েছিল সতর্কতা
উল্লেখ্য, এর আগে গত ১৯ জুনও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরনের ভুয়া প্রচারণার বিরুদ্ধে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সর্বশেষ পোস্টে সেই বিজ্ঞপ্তির লিংকও শেয়ার করা হয়েছে, যাতে জনগণ সত্যতা যাচাই করে বিভ্রান্তি এড়াতে পারে।
সেনাবাহিনী বলেছে, নির্বাচনকে ঘিরে কিছু ব্যক্তি বা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এমন অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।



















