“নির্বাচনের কথা বলতে আসিনি”— রাজশাহীতে আসিফ নজরুল
- আপডেট সময় : ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৫৪৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন-সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।”
পরে নিজ থেকেই উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন,
“প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো (টিটিসি) কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারাদেশে শতাধিক টিটিসি রয়েছে। এখানে যারা কাজ করছেন, তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজশাহীর মহিলা টিটিসি বাংলাদেশের মধ্যে অন্যতম।”
এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি রাজশাহী টিটিসির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















