০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ, এই ট্রেন আর থামবে না’ — মিলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৬৯৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি। এশিয়ান ভয়েস ২৪.কম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, ‘ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক, আর জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী ট্রেনে বসেছে। কোন ষড়যন্ত্র এই ট্রেন থামাতে পারবে না। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হলেই এটি গন্তব্যে পৌঁছাবে।’

রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তাদের অনুসারীরা এখনো দেশে রয়ে গেছে। তারা আবারও নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অ্যাডভোকেট মিলন স্মরণ করে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনী কার্যক্রম আমি ধুরইল ইউনিয়ন থেকেই শুরু করেছিলাম। সে সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতন, মামলা ও হয়রানির শিকার হয়েছিলেন। আজও সেই ক্ষত শুকায়নি। পলাতক হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলেও তাদের স্বৈরাচারী মানসিকতার অনুসারীরা এখনো সক্রিয়, তারা আবারও ষড়যন্ত্রের জাল বিছাতে শুরু করেছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষ এই দেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক। এই প্রতীকের বিজয় মানে জনগণের বিজয়। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা কাউকে প্রতিপক্ষ নয়, প্রতিযোগী হিসেবে দেখি। কিন্তু যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘একটি রাজনৈতিক দল ষড়যন্ত্রের নামে পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার ও গণভোটের দাবি তুলছে। অথচ তারাই প্রতিটি সংসদীয় আসন, উপজেলা ও ইউনিয়ন পরিষদে প্রার্থী ঘোষণা করেছে, রাস্তার মোড়ে মোড়ে দাড়িপাল্লা প্রতীক ঝুলিয়েছে। তারা জনগণের ঘরে ঘরে গিয়ে বেহেশতের টিকিট দেয়ার নামে মিথ্যাচার করছে। তারপরও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা দাবি-দাওয়া তুলছে। এটি তো মামার বাড়ির আবদার নয়। জনগণ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, এই ট্রেন আর থামবে না। এটি থামবে কেবল তখনই, যখন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। এই পরিবর্তন হবে ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক উপায়ে। বিএনপির কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত।’

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কাজিম উদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা, শ্রমিকদলের সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল।

এছাড়া ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেলালসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ, এই ট্রেন আর থামবে না’ — মিলন

আপডেট সময় : ১১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

রাজশাহী প্রতিনিধি। এশিয়ান ভয়েস ২৪.কম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, ‘ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক, আর জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী ট্রেনে বসেছে। কোন ষড়যন্ত্র এই ট্রেন থামাতে পারবে না। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হলেই এটি গন্তব্যে পৌঁছাবে।’

রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তাদের অনুসারীরা এখনো দেশে রয়ে গেছে। তারা আবারও নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অ্যাডভোকেট মিলন স্মরণ করে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনী কার্যক্রম আমি ধুরইল ইউনিয়ন থেকেই শুরু করেছিলাম। সে সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতন, মামলা ও হয়রানির শিকার হয়েছিলেন। আজও সেই ক্ষত শুকায়নি। পলাতক হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলেও তাদের স্বৈরাচারী মানসিকতার অনুসারীরা এখনো সক্রিয়, তারা আবারও ষড়যন্ত্রের জাল বিছাতে শুরু করেছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষ এই দেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক। এই প্রতীকের বিজয় মানে জনগণের বিজয়। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা কাউকে প্রতিপক্ষ নয়, প্রতিযোগী হিসেবে দেখি। কিন্তু যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘একটি রাজনৈতিক দল ষড়যন্ত্রের নামে পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার ও গণভোটের দাবি তুলছে। অথচ তারাই প্রতিটি সংসদীয় আসন, উপজেলা ও ইউনিয়ন পরিষদে প্রার্থী ঘোষণা করেছে, রাস্তার মোড়ে মোড়ে দাড়িপাল্লা প্রতীক ঝুলিয়েছে। তারা জনগণের ঘরে ঘরে গিয়ে বেহেশতের টিকিট দেয়ার নামে মিথ্যাচার করছে। তারপরও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা দাবি-দাওয়া তুলছে। এটি তো মামার বাড়ির আবদার নয়। জনগণ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, এই ট্রেন আর থামবে না। এটি থামবে কেবল তখনই, যখন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। এই পরিবর্তন হবে ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক উপায়ে। বিএনপির কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত।’

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কাজিম উদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা, শ্রমিকদলের সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল।

এছাড়া ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেলালসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।