০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রাজশাহীতে বিএনপির মনোনয়নবঞ্চিত

যুবদল নেতা টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৫৫২ বার পড়া হয়েছে

রাজশাহী, ৯ নভেম্বর ২০২৫: রাজশাহীর বাগমারা উপজেলায় বিএনপির মনোনয়নবঞ্চিত যুবদল নেতা রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে টুটুলের শ্বশুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির মূল ফটকের কাছে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে চারপাশের এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশের পরিবেশ। হামলার ঘটনায় আশপাশের বাড়িগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পর কয়েকজন মোটরসাইকেলে করে দ্রুত মাড়িয়া মোড়ের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ একটি পরিত্যক্ত কৌটা সদৃশ বোমার অবশিষ্টাংশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভয়ভীতিমূলক হামলা হতে পারে।

উল্লেখ্য, রেজাউল করিম টুটুল রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। সম্প্রতি তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন পাননি। এই কারণে তাঁর নাম রাজনৈতিক আলোচনায় আসছিল। পুলিশ অভিযোগ ও দায়ী ব্যক্তিদের শনাক্তের জন্য তদন্ত করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বিএনপির মনোনয়নবঞ্চিত

যুবদল নেতা টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলা

আপডেট সময় : ০৮:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

রাজশাহী, ৯ নভেম্বর ২০২৫: রাজশাহীর বাগমারা উপজেলায় বিএনপির মনোনয়নবঞ্চিত যুবদল নেতা রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে টুটুলের শ্বশুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির মূল ফটকের কাছে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে চারপাশের এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশের পরিবেশ। হামলার ঘটনায় আশপাশের বাড়িগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পর কয়েকজন মোটরসাইকেলে করে দ্রুত মাড়িয়া মোড়ের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ একটি পরিত্যক্ত কৌটা সদৃশ বোমার অবশিষ্টাংশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভয়ভীতিমূলক হামলা হতে পারে।

উল্লেখ্য, রেজাউল করিম টুটুল রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। সম্প্রতি তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন পাননি। এই কারণে তাঁর নাম রাজনৈতিক আলোচনায় আসছিল। পুলিশ অভিযোগ ও দায়ী ব্যক্তিদের শনাক্তের জন্য তদন্ত করছে।