মিলনের নেতৃত্বেই উড়বে বিজয় পতাকা
বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস-রাজশাহী-৩ এ মিলনই জনআকাঙ্ক্ষার প্রতীক
- আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৫৯৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি। এশিয়ান ভয়েস ২৪: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে এ্যাডভোকেট শফিকুল হক মিলনের নাম ঘোষণার পর উচ্ছ্বাসে মেতে উঠেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে মাঠে থাকা এ জনপ্রিয় নেতাকে মনোনয়ন দেওয়ায় এলাকায় দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এ্যাড. মিলন অনেক আগে থেকেই এ আসনের জন্য কাজ করে যাচ্ছেন। এর আগেও ২০১৮ সালের নির্বাচনে তিনি একই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।
ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে মহানগর বিএনপি ও পবা-মোহনপুর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বাটার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি মালোপাড়া, সোনাদিঘী মোড়, মনি চত্বর, সাহেববাজার জিরোপয়েন্ট ও গণকপাড়া প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
আনন্দ মিছিল ও সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। এসময় এ্যাড. শফিকুল হক মিলনের পক্ষে শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী-২ (সদর) আসনের জন্য মিজানুর রহমান মিনুকে এবং রাজশাহী-৩ আসনের জন্য এ্যাড. শফিকুল হক মিলনকে মনোনীত করার সিদ্ধান্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান পিন্টু, সাবেক সভাপতি বোয়ালিয়া থানা বিএনপি।
তিনি বলেন, এ্যাড. শফিকুল হক মিলন হচ্ছেন ত্যাগী, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামের একনিষ্ঠ সৈনিক। তাকে মনোনীত করে কেন্দ্রীয় নেতৃত্ব জনগণের প্রত্যাশাকে সঠিকভাবে মূল্যায়ন করেছেন। এই আসনের জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, ইনশাআল্লাহ আগামীর নির্বাচনে মিলন ভাইকে বিজয়ী করা হবে।”
প্রধান বক্তা রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, মিলন শুধু পবা-মোহনপুর নয়, রাজশাহী তথা কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতেও গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তার চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে জনগণের হৃদয়ে স্থান দিয়েছে। তাকে মনোনয়ন দেওয়ায় রাজশাহীর প্রতিটি মানুষ আনন্দিত।”
তিনি আরও বলেন,কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী রাজশাহীর রাজনীতিতে বিভাজন সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু জনগণ এখন সচেতন। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে লড়ব; মিলন ভাইয়ের নেতৃত্বেই রাজশাহীতে পরিবর্তনের স্রোত বইবে।”
বক্তারা ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। যারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কোনো ঠাঁই হবে না।”
সভাপতিত্ব করেন আনসার আলী আনসার, সভাপতি, মতিহার থানা বিএনপি।এছাড়া উপস্থিত ছিলেন জাকির হোসেন রিমন, সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা, আব্দুল মতিন, সাবেক সভাপতি, মতিহার থানা বিএনপি, শওকত আলী, সাবেক সভাপতি, রাজপাড়া থানা বিএনপি;
মোজাদ্দেক জামানি সুমন, সাবেক সভাপতি, যুবদল রাজশাহী জেলা এবং ইকবাল হোসেন দিলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক বোয়ালিয়া থানা বিএনপি।
আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন,“ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ— ইনশাআল্লাহ রাজশাহী-৩ আসনে মিলন ভাইয়ের নেতৃত্বেই বিজয়ের পতাকা উড়বে।”














