ঢাকা ও আশপাশে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেট সময় : ০৬:৩৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৫৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।”
বিজিবির এই মোতায়েন এমন সময় করা হলো, যখন আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ওই দিন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কাঠামোর পক্ষ থেকে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি বাসে অগ্নিসংযোগ এবং একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীসহ সারাদেশে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানান গুজব ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে।



















