০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তনের ইঙ্গিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৮৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির ২৩৭টি সম্ভাব্য প্রার্থীর তালিকায় কিছু আসনে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ২৩টি আসনে স্থানীয় পর্যায়ে বিক্ষোভ হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তদন্ত ও সমন্বয় কমিটি গঠন করেছে দলের স্থায়ী কমিটি।

দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় বিএনপি এবার নতুন উদ্যমে প্রার্থী বাছাইয়ে মনোযোগী। গত ৩ নভেম্বর ঘোষিত তালিকাকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘প্রায় চূড়ান্ত’ বলে উল্লেখ করেছিলেন। তবে ঘোষণার পরপরই সাতক্ষীরা, সিলেট, ময়মনসিংহ, নাটোর ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বিক্ষোভ হয়। অভিযোগ উঠেছে—আন্দোলন-সংগ্রামে ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বিক্ষোভের সংখ্যা খুবই সীমিত। এ ধরনের নির্বাচনকেন্দ্রিক অস্বস্তি সব দলেই দেখা যায়। আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটিয়ে ফেলব।”

স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “এটা বড় নির্বাচন, তাই কিছু ক্ষোভ থাকবেই। আমাদের স্থায়ী কমিটির সদস্যরা মাঠে নেমে বিষয়গুলো দেখছেন। শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

দলীয় নেতারা বলছেন, স্থানীয় পর্যায়ের মতামত যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে মনোনয়ন তালিকায় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি বিক্ষোভে জড়িত বা দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে নেতৃত্ব।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর হেলাল উদ্দিন বলেন, “৯৯ ভাগ প্রার্থী দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছে। যে কয়টি জায়গায় অস্থিরতা দেখা যাচ্ছে, সেগুলো অনুপ্রবেশকারীদের উসকানিতে হচ্ছে। বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “বিক্ষোভগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমরা নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে মনোনয়ন দিয়েছি। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

দলীয় সূত্র আরও জানায়, বাকি ৬৩টি আসনে শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তনের ইঙ্গিত

আপডেট সময় : ০৪:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির ২৩৭টি সম্ভাব্য প্রার্থীর তালিকায় কিছু আসনে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ২৩টি আসনে স্থানীয় পর্যায়ে বিক্ষোভ হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তদন্ত ও সমন্বয় কমিটি গঠন করেছে দলের স্থায়ী কমিটি।

দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় বিএনপি এবার নতুন উদ্যমে প্রার্থী বাছাইয়ে মনোযোগী। গত ৩ নভেম্বর ঘোষিত তালিকাকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘প্রায় চূড়ান্ত’ বলে উল্লেখ করেছিলেন। তবে ঘোষণার পরপরই সাতক্ষীরা, সিলেট, ময়মনসিংহ, নাটোর ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বিক্ষোভ হয়। অভিযোগ উঠেছে—আন্দোলন-সংগ্রামে ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বিক্ষোভের সংখ্যা খুবই সীমিত। এ ধরনের নির্বাচনকেন্দ্রিক অস্বস্তি সব দলেই দেখা যায়। আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটিয়ে ফেলব।”

স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “এটা বড় নির্বাচন, তাই কিছু ক্ষোভ থাকবেই। আমাদের স্থায়ী কমিটির সদস্যরা মাঠে নেমে বিষয়গুলো দেখছেন। শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

দলীয় নেতারা বলছেন, স্থানীয় পর্যায়ের মতামত যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে মনোনয়ন তালিকায় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি বিক্ষোভে জড়িত বা দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে নেতৃত্ব।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর হেলাল উদ্দিন বলেন, “৯৯ ভাগ প্রার্থী দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছে। যে কয়টি জায়গায় অস্থিরতা দেখা যাচ্ছে, সেগুলো অনুপ্রবেশকারীদের উসকানিতে হচ্ছে। বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “বিক্ষোভগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমরা নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে মনোনয়ন দিয়েছি। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

দলীয় সূত্র আরও জানায়, বাকি ৬৩টি আসনে শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি।