পুরুষ শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগের পর মিরপুর মডেল থানায় মামলা; গ্রেফতারের পর আদালতে সোপর্দ।
ঢাবি রসায়ন বিভাগের শিক্ষক গ্রেফতার: একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ
- আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৫৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এরশাদ হালিমকে একাধিক পুরুষ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর শেওড়াপাড়ায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন বলেন,
“শিক্ষার্থীদের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার বিষয়ে অবহিত রয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন যে,
অধ্যাপক এরশাদ বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিতেন, আলো নিভিয়ে শারীরিক স্পর্শ দাবি করতেন এবং স্পর্শকাতর স্থানে হাত দিতেন।
অভিযোগ প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ তাকে আটক করে। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে শিক্ষার্থীরা আরেকটি সংবাদ সম্মেলন করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনাটি ঢাবি ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীরা দ্রুত বিচার ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন।


















