দেশের চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
- আপডেট সময় : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৫৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। চার বিভাগ— খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা উপ-সচিব আমিনুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোকতার হোসেনকে খুলনা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমানকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের প্রশাসনিক কর্মকৌশলকে আরও গতিশীল করতে এই পদায়ন করা হয়েছে।



















