স্থানীয় প্রার্থীর দাবিতে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০২:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৬১১ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্থানীয় প্রার্থীর মনোনয়ন দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা রায়হানুল আলম রায়হানের সমর্থকরা।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পবা থানার নওহাটায় শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নওহাটা কলেজ মোড়ে পৌঁছালে তারা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগ করেন যে, “রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হানই এলাকার জনপ্রিয় নেতা ও যোগ্য প্রার্থী।”
উল্লেখ্য, রাজশাহী-৩ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলনকে ইতোমধ্যে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে বিক্ষোভকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রায়হানুল আলম রায়হানের নাম পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিয়ে জনগণের পাশে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।


















