০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমিষে আর পরনির্ভর নয় বাংলাদেশ: বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন আত্মনির্ভর। এটি কোনো সাময়িক সাফল্য নয়, বরং একটি স্থায়ী অর্জন। প্রাণিসম্পদ দপ্তরের কর্মীদের নিষ্ঠা, কৃষক ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পার্কিং চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বজলুর রশীদ বলেন, “প্রাণিসম্পদ দপ্তর এখন আর পিছিয়ে নেই। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে দপ্তরটি আজ একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে। এই খাতের গুরুত্ব বিবেচনায় সরকার প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ঘোষণা করেছে—এটা সত্যিই এক বড় অগ্রগতি।”

তিনি আরও বলেন, “রাজশাহী থেকে এবার জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদে অবদানের জন্য ছয়জন পুরস্কার পাচ্ছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার বলেন, “আমরা যদি নিজেদের নৈতিক দায়িত্ব পালন করি যে খাবারে কোনো ভেজাল মেশাবো না, তাহলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। অতীতে অনেক প্রতিষ্ঠান ছিল, যাদের পণ্য বাজারে পাওয়া যেত—কিন্তু ভেজালের কারণে এখন হারিয়ে গেছে। আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না। নিরাপদ খাদ্যই হবে আমাদের প্রথম স্লোগান।”

তিনি আশা প্রকাশ করেন, “বাংলাদেশের প্রাণিসম্পদ খাত শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সম্মানজনক অবস্থান অর্জন করবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম।

এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে শেষ হয়।
একই স্থানে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৫টি স্টল নিয়ে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আমিষে আর পরনির্ভর নয় বাংলাদেশ: বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ

আপডেট সময় : ০২:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন আত্মনির্ভর। এটি কোনো সাময়িক সাফল্য নয়, বরং একটি স্থায়ী অর্জন। প্রাণিসম্পদ দপ্তরের কর্মীদের নিষ্ঠা, কৃষক ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পার্কিং চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বজলুর রশীদ বলেন, “প্রাণিসম্পদ দপ্তর এখন আর পিছিয়ে নেই। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে দপ্তরটি আজ একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে। এই খাতের গুরুত্ব বিবেচনায় সরকার প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ঘোষণা করেছে—এটা সত্যিই এক বড় অগ্রগতি।”

তিনি আরও বলেন, “রাজশাহী থেকে এবার জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদে অবদানের জন্য ছয়জন পুরস্কার পাচ্ছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার বলেন, “আমরা যদি নিজেদের নৈতিক দায়িত্ব পালন করি যে খাবারে কোনো ভেজাল মেশাবো না, তাহলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। অতীতে অনেক প্রতিষ্ঠান ছিল, যাদের পণ্য বাজারে পাওয়া যেত—কিন্তু ভেজালের কারণে এখন হারিয়ে গেছে। আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না। নিরাপদ খাদ্যই হবে আমাদের প্রথম স্লোগান।”

তিনি আশা প্রকাশ করেন, “বাংলাদেশের প্রাণিসম্পদ খাত শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সম্মানজনক অবস্থান অর্জন করবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম।

এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে শেষ হয়।
একই স্থানে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৫টি স্টল নিয়ে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।