০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
“বেগম জিয়া প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন”

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে থাকার আহ্বান এডভোকেট শফিকুল হক মিলনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৫৯১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিবেদক: মানুষ জন্মগতভাবে কিংবা দুর্ঘটনার ফলে বিভিন্নভাবে প্রতিবন্ধী হয়ে থাকে। তাদের মধ্যেই দৃষ্টি প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন—নিজ দায়িত্বে চলাফেরা করা থেকে শুরু করে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা পর্যন্ত। সমাজের অন্যান্য সদস্যদের মতো তারাও সমানভাবে সমাজের অবিচ্ছেদ্য অংশ—এমন মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে ৬১তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে জি আর চাল, সাদাছড়ি বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন। কিন্তু বর্তমান সরকারের আমলে এর তেমন অগ্রগতি হয়নি। বেগম জিয়া দেশের মানুষের কথা ভাবেন, এজন্য শত নির্যাতন সহ্য করেও এই দেশের মাটিতেই থেকে গেছেন।”

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়ার আহ্বান জানিয়ে এডভোকেট মিলন আরও বলেন, “তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর সুস্থতা একমাত্র আল্লাহর হাতে।”

অনুষ্ঠান শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, সরকারিভাবে প্রাপ্ত নগদ অর্থ এবং জি আর চাল বিতরণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আইউব আলী হাওলাদার এবং সঞ্চালনা করেন পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রুহুল আমিন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মানবসেবা অভিযান সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জরিনা খাতুন, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

“বেগম জিয়া প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন”

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে থাকার আহ্বান এডভোকেট শফিকুল হক মিলনের

আপডেট সময় : ০৪:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

রাজশাহী প্রতিবেদক: মানুষ জন্মগতভাবে কিংবা দুর্ঘটনার ফলে বিভিন্নভাবে প্রতিবন্ধী হয়ে থাকে। তাদের মধ্যেই দৃষ্টি প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন—নিজ দায়িত্বে চলাফেরা করা থেকে শুরু করে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা পর্যন্ত। সমাজের অন্যান্য সদস্যদের মতো তারাও সমানভাবে সমাজের অবিচ্ছেদ্য অংশ—এমন মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে ৬১তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে জি আর চাল, সাদাছড়ি বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন। কিন্তু বর্তমান সরকারের আমলে এর তেমন অগ্রগতি হয়নি। বেগম জিয়া দেশের মানুষের কথা ভাবেন, এজন্য শত নির্যাতন সহ্য করেও এই দেশের মাটিতেই থেকে গেছেন।”

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়ার আহ্বান জানিয়ে এডভোকেট মিলন আরও বলেন, “তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর সুস্থতা একমাত্র আল্লাহর হাতে।”

অনুষ্ঠান শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, সরকারিভাবে প্রাপ্ত নগদ অর্থ এবং জি আর চাল বিতরণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আইউব আলী হাওলাদার এবং সঞ্চালনা করেন পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রুহুল আমিন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মানবসেবা অভিযান সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জরিনা খাতুন, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনকসহ স্থানীয় নেতৃবৃন্দ।