আন্তর্জাতিক মানদণ্ডে শাহ মখদুম বিমানবন্দরে নিরাপত্তা মহড়া
- আপডেট সময় : ০৯:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৫৯০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আয়োজিত পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় এই মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, “এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্ত, আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “সমন্বিত দক্ষতা থাকলে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।”
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “তখন সেনা, নৌ, বিমানবাহিনীসহ সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছিল, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।”
মহড়ার দৃশ্যপটে দেখানো হয়—যশোর থেকে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার হুমকি পেলে শাহ মখদুম বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করে। এরপর রিস্ক অ্যাডভাইজরি গ্রুপ (RAG)-এর নির্দেশনায় সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার ও নিরাপত্তা অভিযান পরিচালনা করে।
এই মহড়ায় অংশ নেয়—বেবিচক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী মেডিকেল কলেজ, ইসলামী মেডিকেল কলেজসহ একাধিক সংস্থা।
অনুষ্ঠানের অন-সিন কমান্ডার ছিলেন বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন এবং চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (অর্থ) মোহাম্মাদ নাজমুল হক, সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা।
বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন জানান, ICAO SARPs ও NCASP অনুযায়ী প্রতি দুই বছর অন্তর এমন মহড়া আয়োজন বাধ্যতামূলক। তিনি বলেন, “বিভিন্ন সন্ত্রাসী হুমকি, হাইজ্যাক, বোমা হামলা বা অন্যান্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থার প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।”
বর্তমানে শাহ মখদুম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইনস বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে।














