খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, বিশেষ নিরাপত্তা দেবে এসএসএফ
- আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৬৪১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়—সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১–এর ধারা ২(ক)–এ প্রদত্ত ক্ষমতাবলে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।
এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রোটোকল বিধান অনুযায়ী এখন থেকে এসএসএফ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ও চলাচল নিরাপত্তা দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, বয়সজনিত নানা জটিলতায় বিএনপি চেয়ারপারসন বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে।



















