শহীদ বুদ্ধিজীবী দিবসে মোহনপুরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
- আপডেট সময় : ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৫৮১ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর মোহনপুরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মৌগাছি ইউনিয়নের মুগরইলে অবস্থিত বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন, সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন শামিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমূখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,মৌগাছি ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, মৌগাছি ইউপি বিএনপি সভাপতি নুরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান।














