মেধায় জয় হলেও অর্থাভাবে থমকে গেছে স্বরুপের ডাক্তার হওয়ার স্বপ্ন
- আপডেট সময় : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৭০৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
রাজশাহী প্রতিনিধি: অদম্য মেধা আর অগাধ পরিশ্রমের ফলেও জীবনের স্বপ্নভূমি ছোঁয়ার আগেই থমকে গেছে রাজশাহীর এক কৃতি শিক্ষার্থীর পথ। বাগমারা উপজেলার বুজরুককোলা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান স্বরূপ কুমার কবিরাজ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন এখন ঝুঁকিতে।
স্বরূপ কুমারের পিতা সুজিত চন্দ্র কবিরাজ একজন স্বল্প আয়ের মানুষ, যিনি দৈনিক শ্রমে জীবিকা নির্বাহ করেন। মা পারুল কবিরাজ গৃহিণী। পড়াশোনার খরচ, ভর্তি ফি, আবাসন ব্যয় ও বই–সামগ্রীর ব্যয় সামলানোর মতো সামর্থ্য তাদের পরিবারের নেই।
কৃতি শিক্ষার্থী স্বরূপের ভাষায়, “আমি ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষদের সেবা দিতে চাই। কিন্তু ভর্তি ফি ও পড়াশোনার খরচ জোগাতে পারছি না। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব।”
বুধবার (১৭ ডিসেম্বর) মানবিক সহায়তার আবেদন নিয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন স্বরূপ কুমার।
আবেদনে তিনি উল্লেখ করেন, মেডিকেল পড়াশোনায় প্রাথমিক পর্যায়ে ভর্তি ফি, ড্রেস, বই, যাতায়াত ও থাকার খরচ মেটানো জরুরি হলেও তার পরিবারের পক্ষে তা বহন করা অসম্ভব।
স্থানীয় শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসি জানান, স্বরূপ একজন মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ ছাত্র। স্কুলজীবনে বরাবরই প্রথম সারিতে ছিলেন তিনি। তারা বলেন, “এমন ছেলেরা সমাজের সম্পদ। শুধু অর্থের অভাবে যদি তার পড়াশোনা বন্ধ হয়, তাহলে এটি পুরো এলাকার জন্য দুঃখজনক হবে।”
বর্তমানে স্বরূপের ডাক্তারি পড়ার শুরুতে প্রায় ১ থেকে দেড় লাখ টাকা প্রয়োজন ভর্তি, হোস্টেল ও শিক্ষাসামগ্রী কেনার জন্য। অভাবী পিতা-মাতা তাদের একমাত্র ছেলের স্বপ্ন বাস্তবায়নে সমাজের সহানুভূতিশীল মানুষ ও দানশীল প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছেন।
তারা বলেন, “আমরা সামান্য সাহায্য পেলেও স্বরূপের পড়াশোনার ব্যবস্থা করতে পারব। আমাদের ছেলেটা যেন ডাক্তার হয়ে গরিবদের সেবা দিতে পারে—এই আমাদের স্বপ্ন।”
এলাকার সচেতন মহল, জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজসেবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—এই মেধাবী শিক্ষার্থীর শিক্ষা যাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা করার জন্য।
নাম: স্বরূপ কুমার কবিরাজ, পিতা: সুজিত চন্দ্র কবিরাজ, মাতা: পারুল কবিরাজ, গ্রাম: বুজরুককোলা, ডাকঘর: রঘুপাড়া, উপজেলা বাগমারা, জেলা রাজশাহী, ভর্তি প্রতিষ্ঠান: জামালপুর মেডিকেল কলেজ, ২০২৫–২৬ সেশন। তার সাথে যোগাযোগ ও তাকে সহায়তা করতে বিকাশ ও নগদ নাম্বার 01819-235677
শিক্ষা কোনো বিলাসিতা নয়, অধিকার। দরিদ্র পরিবারের সন্তানদের এমন স্বপ্ন থেমে যাওয়া সমাজের জন্য এক অদৃশ্য ক্ষতি। একজন ভবিষ্যৎ চিকিৎসককে গড়ে তুলতে যদি সমাজ একত্রিত হয়, তাহলে হয়তো আগামী দিনে তিনি অসংখ্য মানুষের জীবন রক্ষা করবেন।













