মোহনপুরে প্রভাবশালীদের পুকুর খনন: বাধা দিতে গিয়ে প্রাণ হারাল কৃষক
- আপডেট সময় : ১১:১৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ৭৫৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে চাপা পড়ে জুবায়ের (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছিল। কৃষিজমি রক্ষায় এলাকাবাসী বাধা দিলে অভিযুক্তরা ভেকু চালককে উদ্দেশ্য করে বলেন, “ওদের পিষে দে।” এতে জুবায়ের গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের পরিবার অভিযোগ করেছে, পুকুর খননে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকলেও নিরাপত্তার কারণে তারা নাম প্রকাশ করেননি।
খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ও থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও জানান, ভেকু চালককে আটক করা হয়েছে।
ওসি বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ভেকু চালক মো. আব্দুল হামিদ (২৮)-কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।














